তোফায়েল আহমদ রুমেল কানাইঘাট(সিলেট)প্রতিনিধি:
আসন্ন ৩ নং দিঘীরপার ইউনিয়ন পরিষদের নৌকা মনোনিত প্রার্থী মোঃ আব্দুল বাছিত।
বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক ঘোষিত ৫ ই জানুয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মননীত প্রার্থী জননেতা মোঃ আব্দুল বাছিত পেলেন নৌকা প্রতিক।
কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়নের হাজারো জনতার নয়ন মনি,৩নং দিঘীরপার ইউপির সাধারণ সম্পাদক ৩নং দিঘীরপার বাসির একমাএ পরি পূরক,বর্তমান সময়ের ইউনিয়ন বাসীর প্রান প্রিয় নেতা, জনগনের একমাএ আস্হার প্রতিক, সৎ ও নির্ভীক মনোভাব সম্পন্ন ব্যাক্তিত্ব, সাধারন মানুষের আদর্শের একমাএ অবলম্বন মোঃ আব্দুল বাছিত।তৃনমুলে সর্বোচ্চ ১০ ভোটে নৌকা প্রতিক পেয়ে বিজয় অর্জন করেছেন তিনি। নৌকা পাবার পর দিঘীরপার ইউনিয়নে যেন আনন্দের জোয়ার বইছে। হাজারো জনতা ভিড়েছে জননেতাকে স্বাগত জানানোর জন্য।
ইউনিয়নের হাজারো দলীয় ও নির্দলীয় নেতা কর্মীরা ফুল দিয়ে তাকে সাদরে শুভেচ্ছা জানান। এবং আল্লাহর কাছে মোনাজাত করেন তার বিজয়ের জন্য।
Leave a Reply