মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।
নাটোরের গুরুদাসপুর উপজেলার ৫ নং ধারাবারিষা ইউনিয়ন পরিষদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নৌকার মাঝি হয়ে হাল হতে চান বিশিষ্ট আওয়ামিলীগ নেতা ও দু’বারের সফল চেয়ারম্যান জনাব আব্দুল মতিন মাস্টার।নির্বাচনের দিন যতই সন্নিকটে ঘনিয়ে আসছে ততোই এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। জনাব আব্দুল মতিন মাস্টারকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার জন্য চলছে গণসংযোগ ও প্রচারণা । চেয়ারম্যান প্রার্থীকে সাথে করে নিয়ে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ও বাজারে চালাচ্ছেন গণসংযোগ ও প্রচারণা। চেয়ারম্যান প্রার্থী নিজেও দিন-রাত ভোটারদের দোরগোড়ায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করে চাচ্ছেন ভোট ও দোয়া।এছাড়াও ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সব শ্রেণিপেশার মানুষ একতাবদ্ধ হয়ে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা।ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহোচর ও সাবেক চেয়ারম্যান মরহুম চাঁদ মোহাম্মদ মন্ডলের ছেলে।তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং স্থানীয় সংসদ সাবেক প্রতিমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
এলাকাবাসীরা বলেন,উন্নয়নের ধারা অব্যাহত ও ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আব্দুল মতিন মাস্টারের বিকল্প নেই।
আব্দুল মতিন মাস্টার বলেন, মাঠে একট্টা হচ্ছে এলাকাবাসী। আসন্ন ৫ জানুয়ারী নির্বাচনে আমাকে আবারও চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছেন ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সমর্থকবৃন্দ ও সর্বস্তরের মানুষ। আমি স্থানীয় সংসদ আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস এমপির নির্দেশে ইউনিয়নের সর্বত্র কাজ করছি। কোভিট-১৯ অতি মহামারীর সময়ে দ্যুস্থ – অসহায় ও হত দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। আমি জন্ম ও মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরষ্কার অর্জন করেছি।এই অহংকার ও গৌরব ধারাবারিষার প্রতিটি মানুষের। এটা আমার একার নয়।তারই ধারাবাহিকতায় আমি ধারাবারিষা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ।
Leave a Reply