শামীম তালুকদার।
নেত্রকোণায় কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্পেশাল অলিম্পিক ইয়ং অ্যাথল ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ নেত্রকোনা ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী স্পেশাল অলিম্পিক ইয়ং অ্যাথল ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর ম্যানেজার অরিন্দম পান্ডে, কো-অর্ডিনেটর রাসেল আহমেদ, ন্যাশনাল কোচ সোহেল রানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক গবেষক অধ্যাপক গোলাম মোস্তফা ও কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র সেন।
Leave a Reply