মোঃ রোকনুজ্জামান রাসেল, কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সীমান্তবাজার থেকে গান্ধাইল বাজার যেতে কাঁঠালতলা মোড় বলে পরিচিত একটি জায়গা মূলত চৌরাস্তা। এই রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা হিসেবে পরিচিত। এই কাঁঠালতলা মোড়ে কিছুদিন আগে একটি গোলচত্বর করা হয়েছে যা এখন চালকদের কাছে মারণফাঁদ হিসেবে দেখা দিয়েছে। চারটি রাস্তার তিনটি রাস্তা থেকে এই চত্বরটি দেখা যায় না বলে চালকরা স্বাভাবিক নিয়মে গাড়ি চালাতে গিয়ে হঠাৎ বিপত্তিতে পড়েন। তাছাড়া গোলচত্বরের নিয়ম অনুযায়ী সব গাড়িকে ঘড়ির কাঁটার দিকে মোড় নিয়ে ঘুরতে হবে যা এখানে কোন কোন ক্ষেত্রে অসম্ভব। ফলশ্রুতিতে এখানে যে চালক নিয়ম মেনে ঘুরতে যাবে সেই চালক পড়বে বিপদে। এরকমভাবে কয়েকটি ট্রাক বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এছাড়াও প্রায় প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। যেকোন মূহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানায়। এই রাস্তায় চলাচলকারী চালকদের সাথে কথা বললে তারা জানান, “এই চত্বরটির কারণে আমাদের গাড়ি চালানো খুবই অসুবিধা হচ্ছে। আমাদের ধারণা, এটা কোন ইঞ্জিনিয়রের পরামর্শে করা হয়নি। তাছাড়া এখানে এত বড় চত্বর করে রাস্তা পুরোটা নষ্ট করা হয়েছে। তাই আমাদের দাবী অতি দ্রুত এই গোল চত্বরটি ভালো ইঞ্জিনিয়রের পরিকল্পনা মোতাবেক পুণঃনির্মাণ করা হোক।” এলাকার সচেতন মহল মনে করেন, বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টির প্রতি সুদৃষ্টি দিবেন। (ছবি আছে)
Leave a Reply