রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃঃ
“নারীর শক্তি আনবে মুক্তি” এই স্লোগানকে সামনে নিয়ে রবিবার সিওয়াইডি স্বেচ্ছাসেবকদের আয়োজনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী কলবাড়ী বাজার সড়কে গ্রামীণ নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন গ্রাম্য নারীদের অধিকার আদায়ে সকল পর্যায়ের নারীদের একত্রিত হতে হবে।
প্রেরণা নারী সংগঠনের সহায়তায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আব্দুর রউফ, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, প্রেরণার পরিচালক শম্পা গোস্বামী, রস্তম আলী, রত্না মন্ডল, বিবেকানন্দ সরদার প্রমুখ।
মানববন্ধন শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সিওয়াইডি স্বেচ্ছাসেবী সংগঠনের উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক পদে রত্না মন্ডল ও সদস্য সচিব বিবেকানন্দ সরদার নির্বাচিত হয়েছেন।
ছবি- শ্যামনগর কলবাড়ী গ্রামীণ নারী দিবস উপলক্ষে মানববন্ধন।
Leave a Reply