মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী বক্তব্যে বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ন দিন। দীর্ঘদিনের স্মৃতিবিজরিত এ প্রতিষ্ঠান থেকে আজ তোমরা বিদায় নিচ্ছ। প্রতি বছরের ন্যায় আশারাখি এ বছরও তার সুনাম ধরে রাখতে হবে। আর এ কৃতিত্ব অর্জন হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষকদের কারনে। এ প্রতিষ্ঠানের প্রধানসহ সকল শিক্ষক অনেক মেধাবী ও দক্ষ।
তিনি বলেন, নারী শিক্ষা প্রসারে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম সিরাজুল ইসলাম স্যার এ অঞ্চলে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন। শিক্ষকরা এ প্রতিষ্ঠানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, ও চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি’র প্রতি। এ প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি।স্বাস্থ্যবিধি মেনে তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করায় আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। অটোপাশ থেকে সরাসরি পরীক্ষা তোমাদের জন্য অনেক ভালো।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আসিফ ইকবাল ডন, নারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন, মোঃ মাইনুল ইসলাম টিপু, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী, ফারহানা আক্তার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর-অর রশিদ, মাওলানা মোঃ মিল্লাত হোসেন, ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ মাহমুদুল হাসান,১৪৪নং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিছুর রহমান,সহকারী শিক্ষক মোঃ মাসুদ,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা খাতুন, ফারজানা ইসলাম, অসীম গাইন,মোঃ সাইফুল ইসলাম, শাহনাজ হাসান, মোঃ রিফাত পাটোয়ারী,মোঃ জিসান আহমেদ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, নারায়ণপুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী উম্মে শেফা আক্তার।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন,বিদ্যালয় প্রধান শিক্ষক শিরীন আক্তার।তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply