মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।
নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাস নিয়ন্ত্রণে ইউনিয়ন ভিত্তিক গণটিকা কেন্দ্রে উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে। এসময় সুযোগ না পেয়ে অনেকেই ফিরে গেছেন বলেও জানা গেছে। শনিবার সকালে বনপাড়া কলেজ কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।
উপজেলার নগর ও গোপালপুর ইউনিয়ন বাদে জোয়াড়ী, বড়াইগ্রাম, জোনাইল, মাঝগাঁও, চান্দাই ইউনিয়ন এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভায় যথাক্রমে কুমরুল প্রাথমিক বিদ্যালয়ে, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ, জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়, তিরাইল উচ্চ বিদ্যালয়, চান্দাই উচ্চ বিদ্যালয়ে এবং বড়াইগ্রাম পৌরসভা ও বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫ উর্দ্ধ বয়সীদের এ টীকা দেয়া হয়।
বনপাড়া কেন্দ্রে টিকা দিয়ে ষাটোর্দ্ধ শরীফা বেগম বলেন, বাড়ির কাছে টিকা দিতে পেরে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। অপরদিকে আনোয়ার হোসেন (৫৬) বলেন, কেন্দ্রে অনেক ভীর ছিল। লাইনে ছিলাম কিন্তু শেষে শুনলাম টিকা শেষ। তাই বাড়িতে ফিরে যাচ্ছি।
স্বাস্থ্য ডাঃ আশাদুজ্জামান জানান, ২টি ইউনিয়ন বাদে ২ পৌর ও ৫টি ইউনিয়নে মোট ৭টি কেন্দ্রের মাধ্যমে প্রতি কেন্দ্রে ৬০০ জন করে ৪২০০ জনকে টিকা দেয়ার লক্ষমাত্রা রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩ টি করে বুথে ৩ জন করে ভ্যাক্সিন প্রদানকারী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। অবশিষ্ট নগর ও গোপালপুর ইউনিয়নে যথাক্রমে ধানাইদহ প্রাথমিক বিদ্যালয় ও রাজাপুর সাধু ডন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোবাবার ১২০০ জনকে টীকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।
Leave a Reply