নাগরপুরে পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কোভিড -১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রনোদনার আওতায় ঋণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪আগষ্ট), উপজেলা হলরুমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) নাগরপুর শাখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন টাংগাইল -৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বক্তব্যে সাংসদ টিটু বলেন, কোভিড ১৯ বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় কোভিড ১৯ এর টিকা বাংলাদেশের জনগনের মাঝে বিতরনের ব্যবস্থা করা হয়েছে। কোভিডের কারনে পল্লী উদ্যোক্তরা অার্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। একারনে মাননাীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থদের মাঝে প্রনোদনা হিসেবে ঋন প্রদানের ব্যবস্থা করেছেন।এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) টাংগাইল জেলার উপপরিচালক এস.এম জুয়েল আহমেদ।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্রা প্রমুখ।
এ অনুষ্ঠানে তের জন উদ্যোক্তাদের মাঝে পনের লাখ টাকা ঋন বিতরন করা হয়েছে।
Leave a Reply