নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ,অসহায় ও অতিদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
মোঃ আব্দুর রাজ্জাক রাজা
শনিবার(১১ সেপ্টেম্বর), উপজেলা চত্বরে এ নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সম্প্রতি সদর ইউনিয়নের পানান গ্রামে আগুনে পুড়ে যাওয়া পাঁচটি পরিবারকে নগদ তিন হাজার টাকা ও ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি প্রমুখ।
Leave a Reply