মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ । আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকাসহ ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা ‘সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয় এই দিনে।
সেখানে জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক, মোঃ কুদরত আলী, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও সাবেক অধিনায়ক বাংলাদেশ ফুটবল দল, মোঃ খোরশেদ আলম বাবুল, এাণ ও সমাজকল্যান সম্পাদক, মোঃ উজ্জল মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক, বি এম এম জহিরুল আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মোঃ কহিনুর ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক, দেলোয়ার আহমেদ এবং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, মোঃ ফরিদুজ্জামান ফরিদ সহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সদস্যবৃন্দরা।
Leave a Reply