মোঃ আব্দুর রাজ্জাক রাজা নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বাটরা গ্রামে।আহতরা হলেন বাটরা গ্রামের আবুল হোসেন(৫৮),আবদুল হাই(৬৫)।বর্তমানে আহতরা আশংকাজনক অবস্থায় উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে হামলায় আহত আবুল হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম বলেন,বৃহস্পতিবার (৪ নভেম্বর) জমি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদী মোঃ হাবেল মিয়া,মজনু মিয়া,রফিজ উদ্দিন,কবিরুল,শহিদুল,ফরিদ মিয়া গং আমার স্বামী আবুল হোসেন ও ভাসুর আব্দুল হাইয়ের উপর হামলা করে রক্তাক্ত জখম করে।বর্তমানে তারা আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ হামলার ঘটনায় মনোয়ারা বেগম বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, অভিযোগটি তদন্তপূর্ক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply