১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ।২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।সোমবার

নবীগঞ্জে দুই সাংবাদিককের উপর মিথ্যা মামলা নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশাল মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদকঃ

স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি॥

 

হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম. মুজিবুর রহমানের উপর মিথ্যা মামলায় আসামী করার প্রতিবাদে নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার ও আজকের পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি.এ সালাম, এম.এ আহমদ আজাদ, মোঃ তোফাজ্জল হোসেন, মুরাদ আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, নির্বাহী সদস্য এম.এ মুহিত, সিনিয়র সাংবাদিক মাস্টার ছাদিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ, সাংবাদিক তৌহিদ চৌধুরী, মোঃ নাজমুল ইসলাম, প্রাণকৃষ্ণ গোপ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মোঃ আব্দুল্লাহ, কবি গোপাল রায়, এখলাছুর রহমান আজাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফরহাদুজ্জামান মুহিত।

 

এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য মোঃ রাকিল হোসেন, সদস্য আলী হাছান লিটন, এটি.এম জাকিরুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী, মোঃ মোজাহিদ আলম চৌধুরী, বিশ্ব সংবাদপত্র এজেন্ট মোঃ মোশাহিদ মিয়া, সাংবাদিক বদরুজ্জামান, আব্দুল মুহিত, ফোয়াদ হাসান রাজন, আলী জাবেদ মান্না, অঞ্জন রায়, আশরাফুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম, শিরিয়া বেগম, স্বপন রবি দাশ, উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু, ইয়াকুব মিয়া, সাংঠনিক সম্পাদক মোঃ সিরাজ মিয়া, বদরুল ইসলাম, মোহাম্মদ আলী, ওয়েছ চৌধুরী, শাহনুর হোসেন চৌধুরী সোহান, শাহ সুলতান আহমেদ, বাউল বিরহী রাজু, বক্কর তালুকদার, গীতিকার হাবিবর রহমান, অর্থ সম্পাদক হাফিজ মিয়া, সদস্য নাসির চৌধুরী, আবুল কাশেম, সৈয়দ মিয়া, সেজুয়ান মিয়া, ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, সুমন চৌধুরী, মোঃ তাজুল ইসলাম, বদরুল চৌধুরী, জাপা নেতা অলিদ আহমদ, জাহান আহমদ, আখলিছ মিয়া, শেখ মশির রায়হান, হুমায়ুন আহমদ প্রমুখ।

 

মানববন্ধনে অংশ গ্রহন করেন, সচেতন নাগরিক কমিটি নবীগঞ্জ, শাহ আব্দুল করিম বাউল গোষ্টি হবিগঞ্জ, ফ্রেন্ডসক্লাব নবীগঞ্জ, সামাজিক সংগঠন অগ্রযাত্রাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে দুই সাংবাদিককে অব্যাহতি দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, চলতি বছরের ২০ শে জুলাই নবীগঞ্জের গুঙ্গিয়াজুরি হাওড়ে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর মালিকানাধীন ফিশারীর পাহাড়াদার জাহাঙ্গীর মিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করে ব্যর্থ হয়ে ১ মাস পর সাংবাদিক সরওয়ার শিকদারসহ ১৩ জনকে আসামী করে হাবিগঞ্জ কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করে। মানববন্ধনে বক্তাগন বলেন, রাজনৈতিক, পারিবারিক ও গ্রাম্য কোন্দলের কারনেই আত্মহত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে প্রতিপক্ষ লোকজন নিহতের স্ত্রীকে দিয়ে উক্ত মিথ্যা মামলা সাজিয়ে সাংবাদিক সরওয়ার শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। একই ভাবে একটি মারামার ঘটনায় সংবাদ পরিবেশন করায় সাংবাদিক এম এ মুজিবুর রহমানকে ষড়যন্ত্র মুলক ভাবে আসামী করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে দশটায় শ্যামনগর উপজেলা সদরের নিকবর্তী গোপালপুর সড়কে কুলখালী নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাত সাড়ে দশটায় নিজ বাইসাইকেল যোগে নিজ বাড়ী উপজেলার নুরনগর ইউপির নুরনগর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপালপুর মুক্তিযোদ্ধা সড়কে কুলখালী নামকস্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে সাইকেল সহ পড়ে যান। নির্মানাধীন বক্স কালভার্টের বাহিরে বের হওয়া লোহার রড তার মাথায় ছিদ্র হয়ে ঢুকে যেয়ে এক পাশ থেকে অপরপাশে বের হয়ে যায় পর স্থানীয়রা শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান মৃত বলে ঘোষণা করেন।

শ্যামনগর প্রেসকাবের সাবেক সভাপতি আকবর কবীর বলেন কিছুদিন পূর্বে এই বক্স কালভার্ট তৈরী করতে যেয়ে একই সড়কে মোমিন মল্লিক নামে এক শ্রমিক মারা যান। তিনি আরও বলেন  নির্মানাধীন বক্স কালভার্টের  ঠিকাদার হিসাবে কাজ করছেন এস এম আবুল বাসার।

নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামানের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসকাবের আহবায়ক শেখ আফজালুর রহমান সহ সকল সাংবাদিকবৃন্দ, সুন্দরবন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ প্রমুখ।

ছবি- নিহত নীলাকাশ টুডের সম্পাদক মোঃ নুরুজ্জামান।

রনজিৎ বর্মন
তাং-২৭.৭.২৪

নীলাকাশ টুডের সম্পাদক নুরুজ্জামান সড়ক দূর্ঘটনায় নিহত।