মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
যুব সমাজ’কে মাদকের ছোবল থেকে দুরে রাখতে “মাদক কে না বলি, ক্রীড়া কে হ্যাঁ বলি” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ি (উলঘুটু) উষার সবুজ সংঘের উদ্যেগে ২ দিন ব্যপি মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ ঘটিকায় ভেবটগাড়ি উলঘুটু মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ৮ টি মহিলা ফুটবল স্পোর্টিং দল অংশগ্রহণ করেন।ফাইনাল খেলায় কোন গোল না হওয়ায় টাইব্রেকার হয়, এতে চৌধুরী গোপালপুর একাদশ২-১ চতরা একাদশ গোলে পরাজিত করে । খেলায় ধারাভাষ্যকার হিসেবে ধারা ভাষ্যদেন আসাদুজ্জামান আসাদ।
ভেবটগাড়ি (উলঘুটু) উষার সবুজ সংঘের সভাপতি প্রদীপ সরেন সহ উক্ত সংঘের সকল সদস্যের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃআতাউর রহমান।বিশেষ অতিথি উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আমির হোসেন মন্ডল,৮ নং মাহমুদ পুর ইউপি চেয়ারম্যান মোঃ রহিম বাদশা, ৬ নং ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান আসমান জামিল, ইউপি সদস্য বাবু মিয়া সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply