মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ দিনাজপুরঃ
“সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস উদ্যাপন করা হয়েছে ।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ইউনিয়ন পরিষদ- এর আয়োজনে, ল্যাম্ব এ্যাডলোসেন্ট ও কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিটি) প্রজেক্ট এর সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ শাহাজান আলী । এ সময় তিনি বলেন, ধর্মীয় অনুশাসন ও সচেতনতাই পারে মরণব্যাধি এইডস থেকে মুক্ত করতে।অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী, কমিউনিটি লিডার, কিশোর-কিশোরীবৃন্দ, স্বাস্থ্যকর্মীবৃন্দ, এসিটি প্রজেক্ট স্টাফ ও অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply