বাগেরহাট মোরেলগঞ্জ থেকে
মোঃগালিব খান ।
বাগেরহাটের মোরেলগঞ্জে১৬টি ইউনিয়ন থাকলেও১৪টি ইউনিয়নে গত মাসের ২০ই সেপ্টেম্বর ইউনিয়ন পরিষধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল
গতদিন ২৭/১০/২১ তারিখ নির্বাচনি চেয়ারম্যান ও মেম্বরদের শপথ গ্রহন সম্পূর্নো হয়।
নবনির্বাচিত চেয়ারম্যানদের বাগেরহাট জেলা প্রশাসকের কার্জলয় মোরেলগঞ্জের১৪জন চেয়ারম্যান সকাল১১ঘটিকায় শপথ গ্রহন করেন,সভায় শপথ পাঠ করানবাগেরহাট জেলা প্রশাসক মোঃআজিজুর রহমান।
মেম্বারদের শপথ পাঠ করানো হয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে।
শপথ গ্রহন করেন১৪ইউনিয়নের ১২৬ জন মেম্বার।এবং সংরক্ষিত মহিলা আসনে মহিলা শপথ গ্রহন করেন ৪২ জন মহিলা মেম্বর। শপথ গ্রহন করেন।
উক্তসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ৪ আসনের এমপি মোঃআমিরুল আলম মিলন,বিশেষ অতিথি ছিলেন মোঃশাহ্ইআলম বাচ্ছু মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান,সভায় আর বক্তব্য রাখেন বিভিন্ন নেতাকর্মীরা।
প্রধান অতিথি মোঃআমিরুল আলম মিলন বলেন আগামী দুই বছরে মোরেলগঞ্জ কে একটি আধনিক এবং উন্নত একটি মোরেলগঞ্জ হিসেবে গড়েতুলতেহবে,মাদক,বাল্ল্যবিবাহএবং সন্ত্রাস মুক্ত করতেহবে,আপনারা তৃনীমূল পর্যায়ের নেতা,আপনাদের উপরে র্নিভরকরে এদেশের ভবিষ্যৎ,তৃনীমূল পরজায়ের উপর নীর্ভর করে দেশ,
সকলের পথচলা সুন্ধর ও আগামি পথচলা সুন্ধর হোক বলে তার বক্তব্য শেষ করেন।
উপজেলা চেয়ারম্যন শাহ্ই আলম বাচ্ছু বলেন দেশে অসম্পদাইক মোরেলগঞ্জ গড়তেহবে।
Leave a Reply