সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে র্যাবের অভিযানে ছয় মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস রিলিজের মাধ্যমে জানা গেছে,র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে শনিবার দুপুর উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ভাতগ্রামে অভিযান চালায়। অভিযানে মাদকসেবী শিশু গ্রামের দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮),একই গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে সাজু খন্দকার (৩১),আব্দুস সামাদের ছেলে শামিম রেজা (২২),বনিহারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হারুন অর রশীদ (৩৫),কুমরইল গ্রামের চন্দ্র তিগ্যার ছেলে রুপচাঁন তিগ্যা (২৫) এবং রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৬) মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,র্যাব বাদী হয়ে ধামইরহাট থানায় ছয় মাদকসেবীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। আসামীদেরকে আজ (রবিবার) কোর্ট হাজতে পাঠানো হবে।
Leave a Reply