সন্তোষ কুমার সাহা, ধামইরহাট, (নওগাঁ),প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বিলকিস বানু (৩৫) নামের এক গৃহবধু একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে কোন অপারেশন ছাড়া নরমালভাবে বাচ্চার জন্ম দেন। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তান।
বিলকিস বানু উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা গ্রামের ছয়ফুল ইসলামের স্ত্রী। এক সাথে তিনটি সন্তান জন্ম দেয়ার খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ঐ এলাকা জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়।
তিন সন্তানের শারীরিক অবস্থা ভালো হলেও মায়ের শারিরীক অবস্থা খারাপ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারটি খুবই অসহায় ও গরীব। তিন সন্তানকে প্রতিদিন ১কেজি গাভীর দুধসহ বাড়তি খাবার খাওয়ানোার পাশাপাশি নবজাতক সন্তানদের মাকে ভিটামিন জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে বলেও তারা জানিয়েছেন।
এবিষয়ে নবজাতক তিনটির মা বিলকিস বানু মুঠোফোনে জানান, গত দুই মাস পূর্বে প্রসব ব্যাথা জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। দীর্ঘদিন চিকিৎসা চলার পরে গতকাল(৮সেপ্টেম্বর) সফলভাবে কোন অপারেশন ছাড়া নরমাল ভাবে পরপর তিন বাচ্চা জন্মলাভ করেছে। তিনি তার জন্য এবং তার সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply