নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুলিশের অভিযান চালিয়ে গ্রেফতারি পরওয়ানাপ্রাপ্ত ১১ জনসহ ১৪ জন আসামীকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চকমনসোব গ্রামের সাহাদুল ইসলাম ও ফারুক হোসেন, দেউল গ্রামের আবু ওরফে পান্ডে আলী, নাপিতপাড়া গ্রামের শিল্পী বিবি, শাবানা বিবি, ফারুক হোসেন, মামুন হোসেন, দেলোয়ার হোসেন, মাসুদ আলী, আব্দুল মালেক, সোমা খাতুন, এলেঙ্গা গ্রামের রনি মন্ডল, জিনারপুর গ্রামের নজরুল ইসলাম, তুলশীরামপুর গ্রামের আদম আলী।
মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply