ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সকল ভোটারদের শারদীয় দূর্গা পূঁজার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক প্রকাশ কুমার সাহা। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব আর ২ দিন পর শুরু হতে যাচ্ছে। তাই তিনি সদর ইউনিয়নের সকল ভোটারদের উৎসব ভাগাভাগি করে আনন্দ করার জন্য এ শুভেচ্ছা জানিয়েছেন। প্রকাশ কুমার সাহা ধুনট কুঠিবাড়ী এলাকার শ্রী নিরাঞ্জন সাহার বড় ছেলে।
প্রকাশ কুমার সাহা জানান, আগামি আর কিছু দিনের মধ্য অনুষ্ঠিত হবে ধুনট সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর এ নির্বাচনে আমি আপনাদের ভালোবাসা নিয়ে পাশে দাড়াতে চাই। আপনার ভোট আপনার অধিকার। যোগ্য ব্যক্তিকে আপনারা ভোটে নির্বাচিত করবেন। কোন মাদকাসক্ত ব্যক্তি, টাকার বিনিময়ে ভাতার কার্ড করে দেওয়া এমন ব্যক্তি, অর্থ ও কাজ না করে টিআর/কাবিখা আত্মসাৎকারি, মাদক ব্যবসায়ী এ সকল ব্যক্তিকে ভোট নির্বাচিত করবেন না। আপনার অধিকার যার থেকে আদায় করতে পারবেন আপনারা তাকেই নির্বাচিত করবেন। আমি আপনাদের সন্তান, ভাই সমতুল্য। আপনাদের কাছে আমি ভোট প্রত্যাশি।
এক প্রশ্নের জবাবে প্রকাশ কুমার সাহা বলেন, এলাকাবাসীর ভালো বাসা নিয়ে আমি সামনের দিনে এগিয়ে যেতে চাই। তাদের ভালোবাসায় আমি যেন তাদের পাশে থেকে কাজ করতে পারি। তিনি আরো জানান, এলাকাবাসি আমাকে নির্বাচিত করলে কোন অর্থ ছাড়াই তাদের কাজ হাসিল হবে। ভুক্তভোগীদের টাকা আমার পকেটে উঠবে না এটা আমার অঙ্গিকার। আমি মাদক ও দূনির্তি কে না বলি, আর মাদক ও দূর্নিতি নির্মুল করে স্বচ্ছ সমাজ গঠন করাই আমার মূল লক্ষ।
Leave a Reply