জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউ পি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতিপালন সম্পর্কীত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে রিটার্নিং অফিসারবৃন্দের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও সিনিয়র নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ। সভায় আরও উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা, উপজেলা নির্বাচন অফিসার মোকাদ্দেস আলীসহ দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসারবৃন্দ ও নির্বাচনে অংশ গ্রহনকারী প্রার্থীরা।
Leave a Reply