ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
`তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার’ এই প্রতিপাদ্যে বগুড়ার ধুনটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও লাইট হাউজ রেসপন্সিবল প্রকল্প ধুনট শাখার বাস্তবায়নে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে তথ্য অধিকার মেলার বিভিন্ন স্টল গুলো প্রদর্শন করেন প্রধান অতিথি। পরে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্। সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, বগুড়া লাইট হাউজের মনিটরিং অফিসার বিধান কৃষ্ণ রায়, লাইট হাউজ উপজেলা প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন, ধুনট প্রজেক্ট ফ্যাসিলিটেটর রেসপন্সিবল প্রকল্প কর্মকর্তা ওমর ফারুক জিন্নাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম ও সাংবাদিক রফিকুল আলম প্রমুখ। পরে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পৃর্বভরনশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন এবং সদর ইউনিয়ন পরিষদে করোনার টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
Leave a Reply