সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার ২১ অক্টোবর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজ মাঠে। ইতোমধ্যে প্যান্ডেলসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফ্যাস্টুন বিলবোর্ডে বর্ণিল সাজে সেঁজেছে উপজেলা।
২১ অক্টোবর ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, প্রধান বক্তা হিসেবে থাকবেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। সম্মেলনের উদ্বোধক নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আব্দুল মালেকসহ জেলার সকল সংসদ সদস্য উপস্থিত থাকবেন।
সম্মেলন সফল করার লক্ষ্যে সব ধরণের কার্যক্রম মনিটরিং করছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার (বাবলু) এমপি।
ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন জানান, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত ২০১৪ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ, ধামইরহাট উপজেলা শাখার ত্রী-বার্ষিক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি গঠণের লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Leave a Reply