ধামইরহাটে হাড় কাঁপানো কনকনে শীত
সন্তোষ কুমার সাহা, ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাট উপজেলা উত্তরাঞ্চলের ভারত সীমান্তের কোলঘেঁষে অবস্থিত হওয়ায় হিমালয় পাহাড়ের হিমেল হাওয়ায় ধামইরহাটে হাড় কাঁপানো কনকনে শীত শুরু হয়েছে। শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশার কবলে মানুষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার (৫ জানুয়ারি২২) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলেনি। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে চলেছে। শীতের তীব্রতা ও হিমেল হাওয়া বাড়তে শুরু করায় খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ কাজকর্মে যেতে না পেরে খুবই কষ্টে জীবন যাপন করছে। নেই কোন শীতবস্ত্র নেই কোন সাহায্য-সহযোগিতা। শিশু, বৃদ্ধ সহ সকলেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে।
উপজেলাবাসি মনে করছে এরকম আবহাওয়া আরও কিছুদিন থাকলে আগামী বোরো ধানের বীজতলা ও রবি শস্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ধামইরহাটে ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ডায়রিয়া, নিউমোনিয়া, এজমা ও হৃদরোগ সহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে শিশুসহ অনেকেই।
সন্তোষ কুমার সাহা
ধামইরহাট, নওগাঁ
Leave a Reply