সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে মেয়েকে অপহরণের অভিযোগ নিয়ে আসে এক অসহায় পিতা। তাৎক্ষনিক ভাবে অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে ভোর রাতের মধ্যেই ৬ জন আসামীকে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ।আটককৃতদের সোমবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট থানার লিখিত এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে আব্দুল কালাম আজাদ এর স্কুল পড়ুয়া মেয়ে (১৫) নওগাঁর একটি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন, সে এসএসসি পরীক্ষার্থী ছিল।
একই গ্রামের সরদার পাড়া এলাকার বখাটে যুবক লোকমান সরদারের ছেলে ওমর ফারুক (১৯)সহ কয়েকজন বখাটের সহযোগিতায় প্রায়শ মেয়েটি উত্যাক্ত করতো। উত্যাক্ত করার বিষয়টি মেয়ের পরিবারের লোকজন ছেলের অভিভাবককে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ অক্টোবর বেলা ১১ টার মুল অভিযুক্ত ওমর ফারুক ৩/৪ জনের সহযোগিতায় ভিকটিমকে অপহরণ করে।
Leave a Reply