সন্তোষ কুমার সাহা , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ” মানব সেবা”র উদ্যোগে ২৪ সেপ্টেম্বর শুক্রবার এক হাজার তাল বিজ রোপন করা হয়েছে। মাটির ক্ষয় রোদ ও বজ্রপাত নিয়ন্ত্রন কল্পে ধামইরহাট সদরস্থ হাট খলা থেকে শুরু করে ঘুকশি নদীর শসানঘাঁট পর্যন্ত সড়কের দু’পাশ দিয়ে দিন ব্যপী তাল বিজ রোপন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাশেল মাহমুদের উদ্যোগে সদস্য আরাফাত আলভি, সহযোগী সদস্য জোবায়ের, আল-আমিনসহ অন্যান্য সদস্যের উপস্থিতিতে তাল বিজ রোপন কার্যক্রম সম্পাদন করা হয়েছে। তাদের এই উদ্যোগকে সাদুবাদ জানান সমাজের নানান শ্রেণীর মানুষ।
Leave a Reply