সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত ভ্যানের বিদুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর ছাত্তার (৪৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
রবিবার ২৯ আগষ্ট সকালে উপজেলার কর্নাই গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। আব্দুর ছাত্তার মৃত আঃ কুদ্দুসের ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, দূর্ঘটনায় নিহত আব্দুর ছাত্তারের ১ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। রবিবার সকাল ৯ টায় ব্যাটারি চালিত চার্জার ভ্যানে বিদুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্বজনরা ওই অবস্থায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘আব্দুর ছাত্তার ভ্যানে চার্জ দেওয়ার জন্য বিদুৎ সংযোগ দিতে গেলে শক লেগে মৃত্যু হয়।
Leave a Reply