সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে ডেমোক্রেটিক্যাললি ইনগেজড পিচফুল এন্ড ইনক্লুসিভ সিটিজেন (ডেপিক) এর আয়োজনে গতকাল ৮ নভেম্বর ধামইরহাট প্রেস ক্লাবে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সুজন ও পিএফজির সদস্যদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় নওগাঁ, নাটোর, জয়পুরহাট ও বগুড়া জেলার দায়িত্ব প্রাপ্ত প্রশিক্ষক মোঃ আছির উদ্দিন রাজনৈতিক, সামাজিক ও সহিংসতার উপর আলোচনা করেন। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আঃ আজিজ মন্ডল, সিনিয়র সহ সভাপতি মুহম্মদ আব্দুল্লাহ হামিদী, সহ সভাপতি সন্তোষ কুমার সাহা, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল (বাবু), সাংবাদিক মাসুদ সরকার, মাসুদুর রহমান, বীর মুক্তিযুদ্ধো আহাদ আলী, পিএফজির ধামইরহাটের এ্যাম্বাসিডর ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম। এছাড়াও বিএনপি, আওয়ামীলীগ এবং জাতীয় পাটির ৩ জন করে সদস্য কর্মশালায় উপস্থিত ছিলেন।
Leave a Reply