পসন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ- জেলার ধামইরহাটে মোটরসাইকেল কেড়ে নিল আহসান হাবিব (৯) নামের এক শিশুর প্রাণ।
শনিবার দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের বংশীবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আহসান হাবিব (৯) মধ্য লক্ষণপাড়া গ্রামের মোসাদ হোসেনের ছেলে।
জানা যায়, আহসান হাবিব তার ছোট বোন ও মাকে নিয়ে পার্শ্ববর্তী বংশীবাটি গ্রামে খালার বাড়ীতে গত শুক্রবার বেড়াতে যায়। শনিবার দুপুর আড়াই টার দিকে আহসান হাবিব (৯) লক্ষণপাড়া-বড়থা সড়কের বংশীবাটি রাস্তার পার্শে চলাচল করছিল। এ সময় বড়থাগামী এক মোটর সাইকেলের চালক ওই শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আহসান হাবিব মাথায় প্রচন্ড আঘাত পায় এবং ঘটনাস্থলে মারা যায়। মোটর সাইকেল ফেলে রেখে মোটর সাইকেলের আরোহী পালিয়ে যায়।
প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply