ধামইরহাটে দারিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা
সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ মুজিববর্ষে নওগাঁর ধামইরহাটে অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাধ্যে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।
২৫ আগষ্ট বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র আয়োজনে মোট ৬০ জন দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ ও সাবান বিতরণ করেন ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন (ইলা), উপজেলার ভিডিপি সদস্যরা, দলনেতাগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পৌর মেয়র আমিনুর রহমান বলেন, সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের বিত্তবান ব্যক্তি রয়েছে, এই বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে সবারই দুস্ত অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো একান্ত উচিত বলে আমি মনে করি।
Leave a Reply