সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানব সেবা’র’ উদ্যোগে ডেঙ্গু মশা নিধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার ১৭ সেপ্টেম্বর সকাল থেকে সামাজিক উন্নয়নমুখী কর্মকাণ্ডে অংশ হিসেবে ডেঙ্গু মশা নিধনের কার্যক্রম শুরু করেন এবং বিকেল ৫ টা পর্যন্ত একটানা কার্যক্রম চালানো হয়। সম্প্রতি আতঙ্কের আরেকটি নাম ডেঙ্গু। সেই ডেঙ্গু মশা থেকে সাধারণ মানুষকে সচেতন ও রক্ষা করতে সংগঠনের সহযোগী সদস্য মেহেদী হাসানকে সাথে নিয়ে সভাপতি মোঃ. রাসেল মাহমুদ এমন উদ্যোগ গ্রহণ করেছেন।
মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায়,,উপজেলা সদরস্থ গুরুত্বপূর্ণ স্থান আমাইতাড়া বাজার থেকে শুরু করে ধামইরহাট ব্রীজ পর্যন্ত পরিত্যক্ত স্থান ড্রেন ও তার আশ-পাশে মশা নিধন কার্যক্রম হিসেবে বিষ স্প্রে করেন।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ বলেন, জনসচেতনতাই পারে ডেঙ্গুর মত ভয়াবহ রোগ থেকে পরিবার ও নিজেকে রক্ষা করতে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মানব সেবা নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং চলমান থাকবে।
Leave a Reply