সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে ৫০তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সমবায় কর্মকর্তা মো. হারুনুর অর রশিদ, আওয়ামীলীগ নেত্রী মোসা. আঞ্জু আরা, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আইয়ুব হোসেন, যুবলীগ সহসভাপতি আব্দুল হাই দুলাল, সেলিম মাহমুদ রাজুসহ উপজেলার দুইশত সমবায় সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Leave a Reply