সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে গলায় ওড়না পেচিয়ে এক শিশু আত্মহত্যা করেছে। জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের ডানিয়েল মার্ডীর শিশু কন্যা বাসন্তী মার্ডী রবিবার বিকেলে বাড়ী বের হয়ে আর ফেরেনি।
পরিবারের পক্ষ থেকে অনেক খোজাখুঁজির পর ঐদিন সন্ধ্যা ৭টায় নিজ বাড়ীর শয়নকক্ষে সকলের অজান্তে ঘরের বরঙ্গার সাথে ওড়না পেঁচিয়ে শিশুটি আত্মহত্যা করে।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন, খবর পেয়ে রাতে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আফতাব উদ্দিনসহ আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
Leave a Reply