সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২০২১-২২ অর্থবছরের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভার মাধ্যমে এসব শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. ছিব্বির আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২হাজার ৪শত টাকা এবং মাধ্যমিক শিক্ষার্থীদের ৬হাজার টাকা করে মোট ৪৫জনকে শিক্ষাবৃত্তির পাশাপাশি ১০জন শিক্ষার্থীকে বসতঘর নির্মাণসহ ১৫জনকে বাইসাইকেল প্রদান করা হয়।
Leave a Reply