কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
ধয়ে আসছে ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাত এমন ইঙ্গিত দিল কলকাতা আলিপুরের আবহাওয়া দপ্তর।। বঙ্গপোসাগরের উপর তৈরি ভারী নিন্ম চাপ সৃষ্টি র কারণে সৃস্টি হওয়া জলীয়বাষ্প সাথে ঘূর্ণিঝড়ের ছায়া ফেলতে পারে পশ্চিম বাংলার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন যায়গায়। যার ফলে প্লাবিত হতে পারে বহু যায়গায়। আগাম সতর্কবার্তা জারি করা জেলা প্রসাশনের। এবং তৈরি রাখতে বলা হয়েছে পশ্চিম বাংলার দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা বাহিনীর সদস্যদের। ত্রাণ মন্ত্রণালয় থেকে ত্রাণ বিতরণ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে বঙ্গীয় বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকার লোকজন কে সদা সতর্ক থাকতে বলা হয়েছে। এবং গভীর সমুদ্র মাছ ধরতে যেতে মানা করা হয়েছে ধীবরদের। সাধারণত মানুষের কাছে আবেদন করা হয়েছে তারা যেন প্রশাসনিক আধিকারিকের সাথে যোগাযোগ করে চলেন।।
Leave a Reply