কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
আজ কলকাতার মহাজতি সদনে ভারতের জাতীয় কংগ্রেসের এর শাখা পশ্চিম বাংলা ছাত্র পরিষদের আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ছাত্র ও যুবকদের দেশ ও সমাজ গড়তে বড় ভূমিকা পালন করার ডাক দিলেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী । অধীর চৌধুরী বলেন দেশ ও সমাজ এবং জাতি একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে। একদিকে সাম্প্রদায়িক শক্তির মাথা চাড়া দিয়ে উঠেছে ও অন্যদিকে বেকার যুবক ও যুবতীরা কর্মহীন হয়ে পড়েছে। তার মধ্যে কোভিড করোনা পরিস্তিতিতে দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। সারা ভারতের বিভিন্ন যায়গায় কোটি কোটি মানুষ আজ কাজ হারিয়ে বসে আছে। অন্যদিকে পশ্চিম বাংলা সরকার সাধারণ মানুষের জন্য ঠিকমতো রেশনিং ব্যাবস্থা ও কাজের সুযোগ থাকে বঞ্চিত করছে রাজ্যের মানুষের। এই মত পরিস্তিতিতে বেকার যুবক ও যুবতীরা এগিয়ে এসে সমাজের পাশে দাড়াতে হবে। তিনি বলেন এই কঠিন পরিস্তিতিতে কেন্দ্রীয় সরকার যখন দেশের বেকার যুবক ও কৃষকদের জন্য কিছুই করতে পারেন নি তখন আপনারা এগিয়ে আসুন ভারতের জাতীয় কংগ্রেসের হাত ও ছাত্র ও যুবকদের আন্দোলন কে মজবুত করতে। এই সভায় উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা শ্রী শ্রী অশিত মিত্র ও শ্রী অমিতাভ চক্রবর্তী এবং ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী শ্রী কৃষ্ণা দেবনাথ জনাব সাদাব খান ও পশ্চিম বাংলার ছাত্র পরিষদের সভাপতি শ্রী সৌরভ ব্যানার্জী এবং আশুতোষ মুখোপাধ্যায় ছাড়া অন্যান্য নেতৃত্ব। ।
Leave a Reply