খাগড়াছড়ি প্রতিনিধি ।
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র এক মহিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২৯ আগস্ট (রবিবার) সকালে ঘটিকায় উপজেলার কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়ার মৃত ইউনুস মিয়ার স্ত্রী মোছাঃ মাজেদা বেগমকে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন মোঃ সাফায়েতুর রহমান।
তিনি বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলের জনগণের যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এসময় ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। দীঘিনালা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অসহায় ও হতদরিদ্র মাজেদা বেগম।
Leave a Reply