মোশারফ হোসেন,দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় গরিব মেয়ের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
বুধবার (২৮ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার কাচালং বাজার এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম (৫৫)’র মেয়ের বিবাহের জন্য দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।
এ সময় তিনি বলেন, দীঘিনালা জোন সর্বদা পার্বত্য অঞ্চলের জনসাধারণকে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মেয়েদের বিবাহের অনুষ্ঠান সম্পন্নের জন্য আর্থিক সহায়তা পেয়ে উক্ত ব্যক্তি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই অনুদান পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।
Leave a Reply