ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
গতকাল গভীর রাতে ভারতের জাতীয় কংগ্রেসের ডাকা সব বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠকে হাজির হন তৃনমূল দলের সংসদ সদস্যরা। কারণ সম্পত্তি দিল্লিতে গিয়ে তৃনমূল দলের সুপ্রিমো এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করার পর সব হিসাব কেতাব পাল্টে যায়। আজ দলের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পাবার পর এই বৈঠকে যোগ দেন তৃনমূল দলের সংসদ সদস্য শ্রী সৌগত রায় ও সুভেন্দ্দু শেখর রায়। অন্যদিকে শিবসেনা ও এন সি পি এবং আর জে ডি সহ বিরোধী দলের সংসদ সদস্যরা যোগদান করে। এই বৈঠকে নেতৃত্বে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা এবং সাবেক ভারতের কেন্দ্রীয় রেল দপ্তর এর মন্ত্রী এবং রাজ্যে সভার নেতা শ্রী মল্লিকার্জুন খাগরে ও শ্রী দিগ্বিজয় সিঙ্ঘ এবং শ্রী শশী থারুর এবং লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী। এই মিটিং থেকে প্রস্তাব করা হয় ভারতের কৃষক বিরোধী বিল প্রত্যাহার করতে হবে। এবং বিরোধী দলের সংসদ সদস্যদের গোপনে ফোনে আড়িপাতার তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত করতে হবে। এবং এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স রাস্ট্র মন্ত্রী অমিত শাহ বক্তব্য সারা দেশের কাছে রাখতে হবে। এই বিষয়ে তারা ইতিমধ্যেই ভারতের সংসদীয় দপ্তর মন্ত্রী শ্রী প্রহ্লাদ জশীকে জানিয়েছেন। এবং সংসদ এর উভয় কক্ষে বিরোধী দলের সংসদের বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। আজ এই বৈঠক থেকে আগামী দিনের সংসদ এর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বিরোধী দলের পক্ষ থেকে। এবং সরকার কে চাপে রাখতে সব ধরনের পন্থা অবলম্বন করা হবে বিরোধী দলের পক্ষ থেকে এমনটি জানা গেছে এই বৈঠক শেষে।।
Leave a Reply