আল আমিন মিলন, আত্রাই,প্রতিনিধি:
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কোন প্রকারের সহিংসতা ছাড়াই একটি শান্তিপূর্ন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
তৃণমূলের জরিপের মাধ্যমে প্রধানমন্ত্রী যিনাকে নৌকার কান্ডারী হিসেবে মনোনয়ন দিবে তার হয়েই আওয়ামী পরিবারের সকলকে কাজ করতে হবে। আমি মনোনয়ন পেলাম না বলে নৌকার বিরুদ্ধে কাজ করবো এমনটি যেন আত্রাই উপজেলাতে না হয়।
যিনারা দলীয় মনোনয়ন পাবেন তিনারা মনোনয়ন প্রত্যাশিদের সাথে নিয়ে আওয়ামী পরিবারের মাঝে বর্তমানে যে ঐক্য আছে তা ধরে রাখতে হবে। উপনির্বাচনে ৩৪ জনের মধ্যে আমাকে মনোনয়ন দিলে সকলকে সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে পেরেছি।
এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত এই এলাকায় যেন আবার নতুন করে কোন অশান্তির বাতাস না বয় সেই দিকে আমাদের সবার কঠোর নজর রাখতে হবে। সম্প্রতি দ্বিতীয় ধাপে রাণীনগর উপজেলায় একটি শান্তিপূর্ন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে।
আমি আশা করি আগামী ২৩ডিসেম্বর আত্রাই উপজেলায় হতে যাওয়া ইউপি নির্বাচনও শান্তিপূর্ন, সুষ্ঠ, সুন্দর ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত করতে এক হয়ে কাজ করবেন।
শনিবার সকালে আত্রাইয়ে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ আয়োজিত ইউপি নির্বাচন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন।
উক্ত আলোচনা সভায় আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আক্কাস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, বরুন কুমার সরকার, আফছার আলী প্রামানিক, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদক ও আ”লীগ পরিবারের সদস্যবৃন্দ।
Leave a Reply