কলকাতা থেকে মনোয়ার ইমাম।
আজ সকাল থেকে ভারি বৃষ্টিপাতের কারণে কলকাতায় ব্যাপক যানজট।। পশ্চিম বাংলার গঙ্গীয় উপত্যকা বরাবর নিন্ম চাপের কারণে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত শুরু হয় বঙ্গোপসাগরের উপকূল বরাবর এলাকা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় ভারি বৃষ্টিপাত হয়। এবং কলকাতার আশেপাশের এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। যার ফলে যানজট তৈরি হয়। তবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে কলকাতার রাজপথে জমা জল বের করতে সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দিল্লির মৌসুম ভবন থেকে বলা হয়েছে ভারি বৃষ্টিপাত হবে শনিবার ও রবিবার থেকে হতে পারে সোমবার পযন্ত। সেই সঙ্গে চলবে দমকা হাওয়া। যার জন্য গভীর সাগরে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে ধীবরদের। তবে এই আবহাওয়া আগামী দুর্গা পূজা পযন্ত চলবে কি না তা সঠিক উত্তর দিতে পারছে না মৌসুম ভবন।।
Leave a Reply