ইমরান হাসান বুলবুল,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা খানবাড়ী গ্রামের তায়েবা আক্তার (৫) ও তার খালাতো বোন রিমি আক্তার (৬) খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয় এলাকাবাসী পুকুরের পানি থেকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ইমাজেন্সি ডাক্তার গোলাম মোস্তফা মৃত্যু নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ইমাজেন্সি ডাক্তার গোলাম মোস্তফা জানান, দুই কন্যা শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু বরন করেন। আমরা ডেডবডি পরিবারে কাছে হস্তান্তর করেছি।
উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামের উজ্জল মিয়ার কন্যা তায়েবা আক্তার ও একই উপজেলার বগারবাজার গ্রামের রাকিবুলের কন্যা রিমি আক্তার তার নানার বাড়ি জয়দা খানবাড়ীতে বেড়াতে আসে।
Leave a Reply