ইমরান হাসান বুলবুল,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ৩৭ জনকে ১৮ লক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পকিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামিলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোখছেদুল আমীন, পৌর আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন প্রমূখ।
Leave a Reply