ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আক্তারুজ্জামান। তিনি গতকাল ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অপরদিকে বদলী জনিত বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান শেরপুর জেলার নকলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
নবাগত ইউএনও আক্তারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।
উল্লেখ্য, ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর আগে র্যাব সদর দপ্তর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্যাসিনোকান্ড, পাপিয়া দম্পত্তি গ্রেফতার, পুরান ঢাকার অনুরোপমের বাসায় অভিযানে ৫কোটি টাকা ও আট কেজি স্বর্ণালংকার আটকসহ পাচঁ শতাধিক অভিযানে নেতৃত্ব দেন।
Leave a Reply