এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে মৃতব্যাক্তিদের কবর খনন ও দাফন-কাফন সম্পূর্ণকারীদের প্রশিক্ষণ ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭আগস্ট) সকাল ১০ টায় তাড়াশ উপজেলা পরিষদ হলরুমে ত্রিশ জন কবর খনন ও দাফন-কাফন সম্পূর্ণকারীদের এ সম্মাননা দেওয়া হয়।
ভিলেজ ভিশন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃমেজবাউল করিমের সভাপতিত্বে ও ভিলেজ ভিশন পরিচালক শরিক খন্দকারের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন,ভিলেজ ভিশনের উপদেষ্টা ও উপজেলা পরিষদ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ আঃ ওয়াহাব।
এ সময় আরো উপস্থিত ছিলেন,ভিলেজ ভিশনের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক তাইবুর খন্দকার, প্রচার সম্পাদক নাজমুল হাসান মেহেদী, সদস্য আবু তালহা সরকার,তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা,দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক দেশ সেবা ও মাতৃজগত পত্রিকার প্রতিনিধি এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব প্রমুখ।
Leave a Reply