এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি
তাড়াশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেরা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই ) সকাল ১১টার দিকে তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা শাহেরা বেগম ওই গ্রামের প্রয়াত আব্দুল জলিলের স্ত্রী।
নিহত বৃদ্ধা শাহেরার ভাই শামসুল আলম জানান, গোয়াল ঘরের বেড়ার টিনের সঙ্গে বৈদ্যুতিক তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়। নিহত বৃদ্ধা বেলা ১১টার দিকে গোয়াল থেকে গরু বাহির করতে গিয়ে ঘরের বেড়ার টিন স্পর্শ করলে সঙ্গে সঙ্গে শরীর বিদ্যুতায়িত হয়ে বেড়ার সাথে আটকে যায়। পরে শরীরের রক্ত শেষ হওয়ার পর তিনি মাটিতে পড়ে যান। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহেরা বেগমের নিজের কোন সন্তান নেই ।তিনি একটি ছেলেকে দত্তক এনে দীর্ঘদিন ধরে লালন পালন করতেছিলেন কিন্তু সে ছেলেটিও বাঁক প্রতিবন্ধী।
নিহতের ভাই শামসুল আলম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply