এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর মৃত্যু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবস পালন করার জন্য প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতিমূলক আলোচনায় সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু বিষয়ে চিত্রাংকন,রচনা প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীতা এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ,বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, থানা অফিসার ইনজার্চ ফজলে আশিক,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জামাল মিয়া শোভন, প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান,
মৎস্য অফিসার মশগুল আজাদ,সমাজসেবা অফিসার কে এম মনিরুজ্জামান,ফায়ার সাভিসের সাব অফিসার রেজাউল করিম,পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যনেজার আশরাফ উদ্দিন খান, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি প্রমুখ।
Leave a Reply