নিজস্ব প্রতিনিধি ,সরদার বাদশা ।
অজ্ঞাত নামা (৫০) এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর ) ডুমুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্হায় তার মৃত্যু হয়।
থানা পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের কালিবাড়ী খান সুপার মার্কেট এলাকায় অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলে তিনি কোনও উত্তর দেননি।
পরে স্থানীয়রা তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে বেলা সোয়া ২ টার দিকে তিনি সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিষের খালি বোতল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
হাসপাতা সূত্র জানা গেছে, বিষক্রিয়ার ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply