ডুমুরিয়া মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা
খুলনা ডুমুরিয়া উপজেলায় আজ ২৪ শে আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলায় অফিসার্স ক্লাবে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, ডুমুরিয়া-ফুলতলা (৫) আসনের সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র চন্দ এমপি , আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ উক্ত সভায় সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুজ্জামান,ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক অফিসার ডাঃ আবু সুফিয়ান রুস্তম,উপজেলা সাব রেজিস্টার মোঃ সাহিদুর রহমান,ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ,ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বুলু,খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য।
এসময় আরোও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা,হরিণটানা থানা অফিসার ইনচার্জ এনামুল হক। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাগণ,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয় ও করোনা ভাইরাস মোকাবেলায় টিকা গ্রহণ, বিভিন্ন উন্নয়ন মূলক তথ্য প্রদান ও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply