সরদার বাদশা,চুকনগর প্রতিনিধি।
আমাদের কর্মই আমাদের ভালো পরিবেশেই উন্নত জীবন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আজ ১৬ই অক্টোবর শনিবার বেলা ১১ টায় জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন,কৃষি ও খাদ্য অফিসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি খুলনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক সফল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য বলেন,আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য মাছ,মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ং সম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ দ্বার প্রান্তে।সভায় অন্যদের মধ্যে বক্তব্যদেন,উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,খাদ্য নিয়ন্ত্রক অফিসার সুজিৎ কুমার মুখার্জি ও মোঃ কামরুল হাসান,কৃষক প্রতিনিধি সাংবাদিক আশরাফুল আলম প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত জামিল। খাদ্য দিবস উপলক্ষে উপজেলার কৃষকরা শত শত ইদুর নিধন করেন।
Leave a Reply