নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।
ডুমুরিয়া উপজেলার রুদাঘোরা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর “মোরাল” বিজয় কলরব ১৯৭১ উদ্বোধন।
গতকাল সোমবার সন্ধা ৬টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে রুদাঘোরা ইউনিয়ন পরিষদ চত্তরে
ইউপি সচিব উৎপল বসোক’র সঞ্চলনায।
ইউপি চেয়ারম্যান মোস্তাফা কামাল খোকন’রসভাপতিত্বে
বঙ্গবন্ধুর “মোরাল’ বিজয় কলরব ১৯৭১ উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী
নারায়ণ চন্দ্র চন্দ এমপি।
অনুষ্টানে প্রধান অথিতি এল জি এস পি ৩,ই এ এল জি প্রক্লপের আওতায় দুস্হ ও অসহায়দের মাঝে স্বাস্থ্য সামগ্রী বিতরন,খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন করেন।
এসময বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাক্তিত্ব মতলেব আলী,আবুল কালাম জোয়ার্দ্দার মিকশিমিল রুদাঘোরা উচ্চ বিদ্যালয়,অবঃ শিক্ষক দিনেশ কুমার মন্ডল প্রমুখ।
এসময এমপি নারায়ণ চন্দ্র চন্দ বলেন ডুমুরিয়ায় কৃষিতে সামৃদ্ধি অর্জন করেছেন।ডুমুরিয়ার মানুষ এখন আর না খেয়ে থাকেনা। এখানে মৎস্য চাষের পাশাপাশি মৎস্য ঘেরের আইলে বিভিন্ন প্রকার শাকসবজিসহ তরিতরকারি চাষাবাদ করছে।তিনি আরও বলেন আগামি ১১ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।নির্বাচনে জননেত্রি শেখ হাসিনার নৌকার প্রতি শ্রদ্ধা রেখে। নৌকা প্রতিকের অতিতের বিরোধিতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিককে জয়লাভ করতে হবে।
Leave a Reply